জাতীয় মৎস্য সপ্তাহে বিশ্বনাথে র্যালী ও আলোচনা সভা

সিলেটের বিশ্বনাথে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
সোমবার (১৮ আগষ্ট) দুপুরে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ও জাতীয় মৎস্য সপ্তাহ বাস্তবায়ন কমিটির আয়োজনে র্যালী, আলোচনা সভা ও পোনামাছ অবমুক্ত করা হয়।
এসময় উপজেলা পরিষদ পুকুরে রুই ও কাতলা জাতের প্রায় ১৫ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।
পোনা মাছ অবমুক্তকরণ, র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুনন্দা রায়।
উপজেলা সিনিয়র মৎস্য অফিসার স্বপন কুমার ধরের সভাপতিত্বে ও ক্ষেত্র সহকারী ফেরদৌসী বেগমের পরিচালনায় উপজেলা পরিষদ অটিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ ও যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাশ।
এর আগে অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা এবাদুর রহমান ও গীতা পাঠ করেন উপজেলা সমবায় কর্মকর্তা ফুলরানী ভট্টাচার্য। এসময় বক্তব্য রাখেন বক্তব্য রাখেন মৎস্য উদ্যোক্তা আবু বক্কর সিদ্দিক, দিলদার খান ও উপজেলা মৎস্যজীবী সমিতির সদস্য আলা উদ্দিন।
পরে সফল মৎস্য উদ্যোক্তা হিসেবে দিলদার খান ও মোহন মিয়াকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।
ডেসিস/জেকে/১৮আগষ্ট ২০২৫ইং