বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ১০:০৩ পূর্বাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৩-১১-১৯ ০৭:২১:১২


শ্রেষ্ট সংগঠন হিসেবে ২০হাজার টাকা পেলো বিশ্বনাথের ‘দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশন’

ছবি, চেক গ্রহণ করছেন ছইলমিয়া ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।

দীর্ঘদিন ধরে এলাকার আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি বৃহত্তর সিলেটের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে ‘প্রবাসী দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশন’।

সমাজসেবায় বিশেষ অবদান রাখায় এবার উপজেলা পর্যায়ে শ্রেষ্ট হয়েছে সিলেটের বিশ্বনাথ উপজেলার পালেরচকের এই সংগঠনটি।

আর শ্রেষ্ট হওয়ায় সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে ‘প্রবাসী দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশন’কে ২০হাজার টাকা সরকারি অনুদানও দেওয়া হয়েছে।

রোববার (১৯ নভেম্বর) বিকেলে সংগঠনের নেতৃবৃন্দের হাতে অনুদানের ওই চেক হস্তান্তর করেন উপজেলা সমাজসেবা কর্তৃপক্ষ।

তবে, আনুষ্ঠানিকভাবে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে ওই ২০হাজার টাকার চেকটি হস্তান্তর করা হয়।

এসময় চেক হস্তান্তর করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার ও সমাজসেবা অফিসের শামীম আহমদ।

আর চেক গ্রহণ করেন ‘প্রবাসী দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশন’র চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক দাদু ভাই ছইল মিয়ার সহধর্মীনি রহিমা হামিদসহ সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় ‘প্রবাসী দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশন’র সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান, প্রচার সম্পাদক মকবুল হোসেন, মহিলা সম্পাদিকা সুরমা বেগম ও আকলিমা বেগম উপস্থিত ছিলেন।


ডেসিস/জেকে/১৯ নভেম্বর ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code