প্রবাসী উদ্যোগে দক্ষিণ বিশ্বনাথ ফুটবল একাডেমিতে জার্সি ও বাইসাইকেল বিতরণ
প্রবাসী উদ্যোগে ‘দক্ষিণ বিশ্বনাথ ইউনাইটেড স্পোটিং ক্লাব এন্ড ফুটবল একাডেমি’তে নতুন বছরের অফিসিয়াল জার্সি উন্মোচন, বাইসাইকেল বিতরণ ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘দক্ষিণ বিশ্বনাথ ইউনাইটেড স্পোটিং ক্লাব এন্ড ফুটবল একাডেমি’র প্রতিষ্ঠাতা ও সদস্য-সচিব, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক মিসবাহ উদ্দিন ও সংগঠনের সদস্য যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রব একাডেমিতে ৫টি বাইসাইকেল এবং যুক্তরাজ্য প্রবাসী মুহিবুর রহমান মুহিব একাডেমিতে নতুন বছরের জার্সি উপহার দেন।
শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় শাহপিন উচ্চ বিদ্যালয়ের হল রুমে আনুষ্ঠানিকভাবে জার্সি ও বাইসাইকেল বিতরণ এবং সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন একাডেমির প্রতিষ্ঠাতা সদস্য-সচিব যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক মিসবাহ উদ্দিন।
বক্তব্যে তিনি বলেন, এই ফুটবল একাডেমির উন্নয়নে এবং একাডেমিকে এগিয়ে নিতে এলাকার প্রবাসীরা পাশে আছেন এবং থাকবেন।
বিশিষ্ট ক্রীড়া সংগঠক আব্দুল আলী আরনের সভাপতিত্বে ও উপজেলা ধারাভাষ্যকার ও উপস্থাপক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরকুম আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন একাডেমির টেকনিক্যাল কোচ ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সাজ উদ্দিন টিপু।
অনুষ্ঠানে সংবর্ধীত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক শরিফুল ইসলাম এবং বিশিষ্ট ক্রীড়ানুরাগী ও সমাজসেবক মনির মিয়া মঈনুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, ফুটবল একাডেমির সমন্বয় কমিটির সদস্য তারেক আহমদ খজির ও সাংবাদিক তজম্মুল আলী রাজু।
এর আগে অনুষ্ঠানের শুরুতে একাডেমির খেলোয়াড়দের পক্ষে বক্তব্য রাখেন ফুটবলার মেহেদী হাসান মামুন ও ফুটবলার এহসান।
ডেসিস/জেকে/১৮ অক্টোবর ২০২৫ইং

IT Factory Bangladesh