শনিবার, ১৮ মে ২০২৪, ১১:৪৮ পূর্বাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৩-০৯-০৫ ০৯:৪৪:২৭


ফেসবুকে মেয়রকে কটুক্তি, সাইবার আইনের মামলায় অভিযুক্ত হলেন উপজেলা চেয়ারম্যান নুনু

ছবি নুনু মিয়া

ফেসবুকে সিলেটের বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমানকে কটুক্তিসহ হুমকি দেওয়ায় এবার উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়ার বিরুদ্ধে সিলেটের সাইবার ট্রাইব্যুনালে পাল্টা মামলা করা হয়েছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সাইবার ট্রাইব্যুনালে এই মামলাটি দায়ের করেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা, শ্রমিক নেতা ময়না মিয়া (৭২)। তিনি পৌরশহরের পার্শবর্তি জানাইয়া (দক্ষিণ-মশুলা) গ্রামের মৃত সমছু মিয়ার ছেলে।

মামলায় উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়াকে (৫৫) একমাত্র আসামি করা হয়েছে, (সাইবার মামলা নং-১৭১/২০২৩)। ওইদিন দুপুরে মামলার শুনানী শেষে সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মনির কামাল মামলাটি তদন্তের জন্য সিলেটের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ‘পিবিআই’কে দায়িত্ব দিয়েছেন।

অভিযুক্ত উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠামন্ডলীর সদস্য ও উপজেলার দশঘর ইউনিয়নের কাশিমপুর গ্রামের বাসিন্দা।

এর আগে গত ৩০আগষ্ট পৌর মেয়র মুহিবুর রহমানের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে একই ধারায় মামলা দায়ের করান উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া। ওইদিন তার পক্ষে ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মো. নুরুল হক, (সাইবার মামলা নং-১৬০/২০২৩)। মামলার বাদী নুরুল হকও জানাইয়া (দক্ষিণ-মশুলা) গ্রামের হাজী আব্দুল আলীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানাগেছে, উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া গত ২৩আগষ্ট তিনি তার (SM Nunu Miah) ফেসবুক আইডি থেকে সরাসরি লাইভে গিয়ে পৌর মেয়র মুহিবুর রহমানকে সমাজে হেয়-প্রতিপন্ন করতে মানহানিকর কুরুচীপূর্ন বক্তব্য উপস্থাপন করেন এবং মেয়রকে কটুক্তির পাশাপাশি হুমকিও দেন।

মিথ্যা ও মানহানিকর এমন মন্তব্য নিজের ফেসবুক ও ইউটিউবে প্রচারের পর নুনু মিয়ার ওই লাভ সম্প্রচার দেখে পৌর এলাকার সাধারণ মানুষ ও মেয়র মুহিব সমর্থকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃস্টি হয়। এতে সংঘাত সংঘর্ষসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কাও করা হচ্ছে। ফলে অভিযুক্ত নুনু মিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সাইবার ট্রাইব্যুনালে ওই মামলাটি দায়ের করা হয়।

উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া এ-প্রতিবেদককে বলেন, তার মাধ্যমে বিশ্বনাথে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। আর ওই উন্নয়ন দেখে দিশেহারা হয়ে একটি পক্ষ তার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে এবং তারাই মামলা করছে। আওয়ামী লীগ নেতাকর্মীকে সঙ্গে নিয়ে আইনের মাধ্যমে জবাব দেওয়া হবে বলেও জানান তিনি।

মামলার সত্যতা জানিয়ে আদালতের পিপি অ্যাডভোকেট মিছবাহুর রহমান আলম বলেন, সাইবার ট্রাইব্যুনালের বিচারক মামলাটি তদন্তের জন্য সিলেট পিবিাইকে দায়িত্ব প্রদান করেছেন।


ডেসিস/জেকে/ ০৫ সেপ্টেম্বর ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code