শনিবার, ১৮ মে ২০২৪, ১০:৩৩ পূর্বাহ্ন

জাতীয়



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২৪-০২-২০ ০৬:০৯:৪৫


ভয়াবহ প্রক্সি, কেন্দ্রসচিবসহ আটক ৫৯

ফাইল ছবি

সারা দেশে এসএসসি ও দাখিল পরীক্ষা চলছে। একইভাবে নওগাঁর সাপাহারে সফতুল্লাহ মাদ্রাসায়ও পরীক্ষা কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রের ৫৭ জন দাখিল পরীক্ষার্থীর বিরুদ্ধে প্রক্সি দেওয়ার অভিযোগ উঠেছে।

এঘটনায় কেন্দ্রসচিবসহ ৫৯ জনকে আটক করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) পরীক্ষা চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ওই কেন্দ্রে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) মাসুদ হোসেন।

নওগাঁর জেলা প্রশাসক গোলাম মওলা বিষয়টি নিশ্চিত করে আটকের বিষয়টিও গণমাধ্যমকে জানিয়েছেন।

তিনি জানান, প্রথম দু’টি পরীক্ষায়ও তারা একইভাবে দিয়েছে। যে কারণে যে সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিলেন সেসব প্রতিষ্ঠান প্রধানদের তলব করা হয়েছে।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানিয়েছেন, ৫৯ জন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। এদের প্রত্যকেকের প্রবেশপত্রসহ অন্যান্য কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। ছবিসহ প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র যাচাই শেষে প্রকৃত ভুয়া শিক্ষার্থীর সংখ্যা জানা যাবে।


ডেসিস/জেকে/২০ ফেব্রুয়ারি ২০২৪ ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code