বিশ্বনাথের দশপাইকা আলিম মাদরাসার নির্বাচনে চার পদে ৯জন বিজয়ী

সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী দশপাইকা আনোয়ারুল উলূম আলিম মাদরাসার গভর্নিংবডির নির্বাচন-২০২৩ সম্পন্ন করা হয়েছে।
নির্বাচনে ৪পদে মোট ৯জন প্রার্থী বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিশ্বনাথ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রিজাডিং অফিসার মুহাম্মদ বজলুর রশিদ।
৯জনের মধ্যে রয়েছেন দাতা সদস্য পদে একজন, সাধারণ অভিভাবক সদস্য পদে ৪জন, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে একজন এবং সাধারণ শিক্ষক প্রতিনিধি পদে ৩জন। তপশিল ঘোষণার পর নির্দিষ্ট তারিখেই এ ফলাফল ঘোষণা করা হয়েছে।
নব-নির্বাচিতরা হচ্ছেন, দাতা সদস্য পদে প্রাক্তণ ইউপি সদস্য হাজী মো. আব্দুল আব্দুল মনাফ, সাধারণ অভিভাবক সদস্য পদে ৪জন হচ্ছেন, আব্দুর রশিদ, প্রাক্তণ ইউপি সদস্য আকবর আলী, সিরাজ আহমদ ও ছাদ উদ্দিন, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে জয়তুন বিবি এবং সাধারণ শিক্ষক প্রতিনিধি পদে মো. ইব্রাহীম খলিল, মো. শফিকুল আলম মজুমদার ও মুহাম্মদ আব্দুল মুছাব্বির।
এর আগে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা ও কল্যাণ শাখার এক স্মারকমূলে গত ২৭ মার্চ তপশিল ঘোষণা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার মুহাম্মদ বজলুর রশিদ। এরপর ২ থেকে ৫এপ্রিল মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণ এবং ৬ এপ্রিল মনোনয়নপত্র বাছাই এবং ১০ এপ্রিল সোমবার মনোনয়ন প্রত্যাহর করা হয়।
ওইদিন (১০ এপ্রিল) সাধারণ অভিভাবক পদে ৫জনের মধ্যে বশির আলী নামের একজন অভিভাবক সদস্য তার মনোনয়ন প্রত্যাহার করেন।
ফলে দাতা সদস্য, সাধারণ অভিভাবক সদস্য, সংরক্ষিত মহিলা অভিভাবক এবং শিক্ষক প্রতিনিধি সদস্য পদে অতিরিক্ত কোন প্রার্থী না থাকায় মনোনয়ন দাখিলকারীরাই বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ বজলুর রশিদ বলেন, বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে ফলাফল ঘোষণা হয়েছে। এতে চারটি পদে মোট ৯জন প্রার্থী বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।
এবার নির্বাচিতরা সভাপতি নির্বাচন করার পর এমপি সাহেব (স্থানীয় এমপি) ওই কমিটি অনুমোদন দেবেন বলেও জানান তিনি।
ডেসিস/জেকে/২৭ এপ্রিল ২০২৩ইং