সরকারি টিউবওয়েল বিক্রি করা হলে জনপ্রতিনিধিকে জনগণ চোর হিসেবেই চিনবে : মেয়র মুহিব

সিলেটের বিশ্বনাথ পৌরসভার মেয়র ও দুই বারের প্রাক্তণ উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মুহিবুর রহমান বলেছেন, জনগণ ভোট দিয়ে পছন্দের জনপ্রতিনিধিকে নির্বাচিন করেছে। কারণ একটাই, দেশের নাগরিক হিসেবে তারা যাতে তাদের অধিকারটুকু পায়।
আর সেই নির্বাচিত জনপ্রতিনিধি (চেয়ারম্যান-মেম্বার) যদি সরকারি টিউবওয়েল বা সরকারি বরাদ্দ জনগনকে না দিয়ে টাকার বিনিময়ে বিক্রি করে দেন, তাহলে জনগণ ওই জনপ্রতিনিধিকে চোর বা প্রতারক হিসেবেই চিনবেন।
কাজেই ভক্ষক না হয়ে রক্ষক হিসেবেই আপনাদেরকে জনগনের সেবা করতে হবে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান ফখরুল আহমদ মতছিন ও সংরক্ষিত নারী সদস্য এবং ৯ওয়ার্ডের সাধারণ সদস্যদের দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি একথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরতা জাহান। বক্তব্যে তিনি বলেন, কোন প্রতিবন্ধকতা ছাড়াই জনগণ যাতে সেবা পান, সে বিষয়টি লক্ষ রেখে কাজ করতে হবে।
এসময় সকলের সহযোগীতা চেয়ে বক্তব্য রাখেন নবনির্বাচিত চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ফখরুল আহমদ মতছিন।
ভারপাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ মেম্বারের সভাপতিত্বে ও পরিষদের সচিব সুয়েব আহমদ ইমনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, দেওকলস হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম, বল্লবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্টু কান্ত দে, দেওকলস ইইনয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রুপন ও মুরব্বী নজির আহমদ।
এর আগে নবনির্বাচিত ইউপি সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী সদস্য ঝুমুর সুলতানা, সাধারণ সদস্য সুহেল খান, শামীম আহমদ ও জালাল আহমদ।
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মাহমুদুর রহমান। এসময় দেওকলস ইউনিয়নের প্রয়াত সকল জনপ্রতিনিধিদের জন্য দাঁড়িয়ে একমিনিট নিরবতা পালন করা হয়।
প্রসঙ্গত, একইদিনে উপজেলার অলংকারী, রামপাশা, দৌলতপুর ও বিশ্বনাথ সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বাররাও দায়িত্বগ্রহণ করেছেন।
ডেসিস/জেকে/ ০৭ সেপ্টেম্বর মে ২০২3ইং