বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় স্বামী জেলে
স্ত্রীর যৌতুক মামলায় সিলেটের বিশ্বনাথে সাকিব রহমান সুজন (৩০) নামের পলতাক থাকা এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সে উপজেলার সত্তিশ গ্রামের বাসিন্দা উপজেলা কৃষক লীগের সহসভাপতি সাইদুর রহমানের ছেলে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।
বিশ্বনাথ থানার এসআই দিদারুল হক জানান, সিলেটের টুকের বাজার এলাকায় প্রথমে বিয়ে করেন সুজন। এরপর প্রথম স্ত্রীকে না জানিয়ে অন্য জায়গায় আরেকটি বিয়ে করেন তিনি।
২য় বিয়ের বিষয়টি জেনে প্রথম স্ত্রী তার বিরুদ্ধে যৌতুক আইনে সিলেট আদালতে একটি সিআর মামলা দায়ের করেন। মামলায় দীর্ঘদিন হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়।
ডেসিস/জকে/ ১৭ সেপ্টেম্বর ২০২২ইং

IT Factory Bangladesh