বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ১০:০৩ পূর্বাহ্ন

শিল্প-সাহিত্য



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-১২-২৭ ১০:০৩:২২


বিশ্বনাথে প্রেসক্লাব ভবন ও পাঠাগার স্থাপনে মেয়রের উদ্যোগ, পৃথক কমিটি গঠন

যৌথ সভার একটি চিত্র

সিলেটের বিশ্বনাথ পৌর শহরে স্থায়ীভাবে প্রেসক্লাবের ভবন ও পাঠাগার স্থাপনের উদ্যোগ নিয়েছেন পৌরসভার নবনির্বাচিত প্রথম মেয়র মুহিবুর রহমান।

একই সাথে সকল সাংবাদিকদের মধ্যে বিরোধ নিরসনকল্পে সাংবাদিকদের একটি ঐক্যবদ্ধ প্লাটফর্ম গঠনেরও উদ্যোগ গ্রহণ করেছেন নতুন এই মেয়র।এজন্য সম্প্রতি এক যৌথ সভায় পৃথক কমিটিও গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মেয়র মুহিবুর রহমান পৃথক দু’টি কমিটির বিষয় নিশ্চিত করেছেন।

এরআগে গত রোববার (২৫ ডিসেম্বর) মেয়রের বাসভবনে দুই প্রেসক্লাবসহ উপজেলায় কর্মকতর বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এক যৌথ সভাও করেছেন তিনি।

পৌর মেয়র মুহিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠত ওই সভায় সাংবাদিকদের মধ্যে বিরোধ নিস্পত্তির লক্ষে সবার সম্মতিক্রমে তাঁর নেতৃত্বে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। মেয়র মুহিবুর রহমানকে প্রধান করে গঠিত ওই কমিটির বাকি ৯ সদস্যরা হলেন, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস-উন-নূর, সাবেক সাধারণ সম্পাদক বশির উদ্দিন বিএসসি, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, দৈনিক সিলেটের ডাক’র সহকারী সম্পাদক আব্দুস সুবর মাখন, বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক, উত্তর বিশ্বনাথ কলেজের সাবেক প্রভাষক মুহিবুর রহমান কিরন, বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট সাইদুর রহমান সাঈদ, সাংবাদিক মিজানুর রহমান মিজান ও সাপ্তাহিক বিশ্বনাথ বার্তার সম্পাদক মোসাদ্দিক হোসেন সাজুল।

অন্যদিকে প্রেসক্লাব ভবন নির্মানের লক্ষ্যে স্থান নির্বাচনের জন্য আরও ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম খায়েরকে প্রধান করে গঠন করা ওই কমিটির অপর দুই সদস্য হলেন, সাংবাদিক এমদাদুর রহমান মিলাদ ও আব্বাস হোসেন ইমরান।

কমিটির দায়িত্বপ্রাপ্তদের সার্বিক সহযোগিতা করার জন্যে বিশ্বনাথ উপজেলা ও পৌরবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন পৌরসভার মেয়র মুহিবুর রহমান। তিনি বলেন, ইনশা আল্লাহ সকলের প্রচেষ্ঠায় সকল দ্বিধাবিভক্তির অবসান করে বিশ^নাথে প্রেসক্লাবের নতুন ভবন নির্মাণ করা হবে।



ডেসিস/জেকে/২৭ ডিসেম্বর ২০২২ ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code