প্রবাসীদের সঙ্গে বিশ্বনাথ প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
তিন প্রবাসীর সঙ্গে মতবিনিময় করেছেন সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাব নেতৃবৃন্দ। সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাতে পৌর শহরের মাদানিয়া মাদ্রাসা মার্কেটের ২য় তলায় প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
তিন প্রবাসীর মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী প্রবীণ ব্যক্তিত্ব গরিব অসহায় কল্যাণ ফান্ডের চেয়ারম্যান আব্দুল কালাম, যুক্তরাজ্য যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক শাহ শাহিদুন নুর ইসলাম ও যুক্তরাজ্য ছাত্রলীগের সহসভাপতি স্বপন শিকদার।বক্তব্যে তারা বলেন, জ্ঞানীদের কলমের কালি শহীদের রক্তের চেয়েও দামি।
আর সেই জ্ঞানীরাই হচ্ছেন সাংবাদিক সমাজ। কারণ সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সমাজের বাস্তব চিত্র ফুটে উঠে এবং সমাজে শৃংঙ্খলা ফিরে আসে।প্রেসক্লাবে আর্থিক অনুদান প্রদানের আশ্বাস দিয়ে তারা বলেন, সাংবাদিকদের সংগঠন হচ্ছে অরাজনৈতিক সংগঠন। তাই প্রেসক্লাবের উন্নয়নে অতীতের ন্যায় ভবিষ্যতেও সহযোগীতা অব্যাহত রাখবেন বলে আশাবাদও ব্যক্ত করেন তারা।বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র প্রবাসী আবুল কালাম ও যুক্তরাজ্য প্রবাসী শাহ শাহিদুন নুর ও স্বপন শিকদার।
প্রেসক্লাবের সাধারণ-সম্পাদক নবীন সুহেলের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ থিয়েটারের সভাপতি আনহার আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি কামাল মুন্না ও সাবেক সহসভপাতি আশিক আলী।মতবিনিমিয় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা যুবলীগের সদস্য শাহ আলম খোকন, ব্যবসায়ী নাজমুল ইসলাম, আব্দুল আহাদ, দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল আহমদ, প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন, কোষাধ্যক্ষ আক্তার আহমদ শাহেদ, দপ্তর সম্পাদক আব্দস সালাম, প্রচার সম্পাদক মোশাহিদ আলী, নির্বাহী সদস্য রোহেল উদ্দিন, বদরুল ইসলাম মহসিন।
ডেসিস/জেকে/১৫ ফেব্রুয়ারি ২০২২ইং

IT Factory Bangladesh