সুনামগঞ্জে পুলিশ বিএনপি সংঘর্ষ, আহ ৭
সুনামগঞ্জে হরতালকে স্বাগত জানিয়ে বিএনপির বের করা মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ ২সাংবাদিক আহত হয়েছেন।
রোববার (১৯ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ শহরের পুরাতন বাস স্টেশন এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানাগেছে, হরতাল সমর্থনে সুনামগঞ্জের পৌর শহরের পুরাতন বাস স্টেশন এলাকায় বিএনপি বিক্ষোভ মিছিল করতে চাইলে পুলিশ বাধা দেয়।
এতেই সংগঠিত হয়ে শহরের আরপিনগর এলাকার দুই দিক থেকে পুলিশকে লক্ষ্য করে বিএনপি নেতাকর্মীরা ইটপাটকেল ছুড়তে থাকে। পুলিশ ৪০ রাউন্ড টিয়ারশেল ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অতিরিক্ত পুলিশ সুপার রাজন দাস জানান, পুলিশ ও বিএনপির সংঘর্ষে ৫পুলিশ সদস্য ও ২জন চিত্রগাহক আহত হয়েছেন। টিয়ারশেল ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
ডেসিস/জেকে/১৯ নভেম্বর ২০২৩ইং

IT Factory Bangladesh