বিশ্বনাথ প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোীতা শুরু
সিলেটের ‘বিশ্বনাথ প্রেসক্লাব’র অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগীতা-২০২৩ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে পৌরশহরের নতুন বাজারস্থ মাদানিয়া মাদ্রাসা মার্কেটের ২য়-তলায় প্রেসক্লাব কার্যালয়ে এই ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অথিথি ছিলেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া।
বক্তব্যে তিনি বলেন, বিশ্বনাথ প্রেসক্লাবে এক ঝাঁক দক্ষ সাংবাদিক রয়েছেন, যারা সমাজের চিত্র পাল্টাতে নিরলসভাবে কাজ করে থাকেন। তাছাড়া তারা সবসময় ব্যতিক্রমী আয়োজনও করে থাকেন। এরই ধারাবাহিকতায় এবার তারা সাংবাদিকদের মধ্যকার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগীতারও আয়োজন করেছেন।
প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম খায়েরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নবীন সোহেলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান, খাজাঞ্চী ইউনিয়নের চেয়ারম্যান মো. আরশ আলী গণি, বিশ্বনাথ পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর ফজর আলী, যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা মুকিদুল ইসলাম খান ও বিশ্বনাথ থিয়েটারের সভাপতি আনহার আলী।
এর আগে অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এমআর টুনু তালুকদার ও সাবেক সহ-সভাপতি আশিক আলী।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল আহাদ, বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের সভাপতি এমদাদ হোসেন নাঈম, বিশ^নাথ থানার এসআই জয়ন্ত কুমার দাস, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি কামাল মুন্না, যুগ্ম-সম্পাদক মিসবাহ উদ্দীন, অর্থ সম্পাদক আক্তার আহমদ শাহেদ, দফতর সম্পাদক আব্দুস সালাম, প্রচার সম্পাদক মো. মশাহিদ আলী, সদস্য শুকরান আহমদ রানা ও বদরুল ইসলাম মহসিন।
ডেসিস/জেকে/২৭ ফেব্রুয়ারি ২০২৩ ইং

IT Factory Bangladesh