বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

খেলা



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৩-০৩-২০ ০৯:০৪:১৪


বিশ্বনাথে লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্টে পৌরসভার ১নং ওয়ার্ড চ্যাম্পিয়ন

পুরস্কার বিতরণ করছেন অতিথিরা

সিলেটের বিশ্বনাথে প্রবাসী অর্থায়নে শুরু হওয়া ‘লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্ট’ ৩য় আসরের ফাইনাল খেলা সম্পন্ন করা হয়েছে।

সোমবার (২০মার্চ) বিকেলে পৌর শহরের শিমুলতলা-টুকেরকান্দি ফুটবল গ্রাউন্ডে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে সাথী স্পোটিং ক্লাব কাশিমপুর দশঘরকে ১-০ গোলে হারিয়ে পৌরসভার ১নং ওয়ার্ড ফুটবল টিম চ্যাম্পিয়ন হয়।

চ্যাম্পিয়ন হিসেবে তাদেরকে নগদ এক লাখ টাকা ও প্রবাসী চত্বরের আদলে একটি ট্রফি এবং রানার্সআপ দলকে নগদ ৫০ হাজার টাকা ও একটি ট্রফি দেওয়া হয়। খেলায় ম্যান আব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের রাসেল আহমদ।

উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি লোকমান মিয়ার সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার্স ইনচার্জ গাজী আতাউর রহমান।

বিশেষ অতিথি ছিলেন ছিলেন, অলংকারী ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, দশঘর ইউপি চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, জেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রুবেল আহমদ নান্নু, সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান, যুক্তরাজ্য বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেবুল মিয়া, ক্রীড়ানুরাগী প্রবাসী মো. হেলাল আহমদ, প্রবাসী সিরাজুল ইসলাম, সৌদি প্রবাসী দুলাল আহমদ, উপজেলা ফুটবল এসোসিয়েশনের সাবেক সভাপতি পরতাব আলী, বর্তমান কোষাধ্যক্ষ কাওছার আহমদ বাপ্পী।


ডেসিস/জেকে/২০ মার্চ ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code